আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান এর পুত্র এ.কে.এম অয়ন ওসমানের পক্ষে শহরে আনন্দ মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র লীগের নেতাকর্মীরা।
গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা পরে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের করেন জেলা ও মহানগর ছাত্র লীগ। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় চাষাঢ়া গোল চত্ত্বরে এসে শেষ করেন।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্্রাট, সাধারন সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্্রাট সুফিয়ান সহ জেলা ও মহানগর ছাত্র লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
Leave a Reply