বর্তমান নিউজ ডটকমঃ হজরত শাহ্ ছৈয়দ আহমদ গেছু-দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লা শহীদ(রাঃ) এর ৭ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক পালিত হচ্ছে।
রবিবার (১৩ই আগষ্ট) সকাল ৭টা বাজে নারায়ণগঞ্জ জেলার ভক্তবৃন্দ রওজামুবারকে গিলাপ চড়ান।
এসময় কর্তব্যরত খাদেম, মাজার কমিটির সদস্যবৃন্দদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের শাহ আমান উল্লাহ মস্তানের পক্ষ থেকে এইচ এম কোরবান আলী মস্তান (৪৯ তম) ও আলহাজ্ব সোহাগ হোসেন মস্তান (৩৫ তম) কেল্লা বাবার গিলাপ চড়ান। এছাড়া নারায়ণগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
গিলাপ চড়ানো শেষে ভক্তবৃন্দদের জন্য কাওয়ালী গান ও তাদের জন্য তাবারকের আয়োজন করা।
উল্লেখ্য প্রতি বছর বাংলায় শ্রাবণ মাসের ২৬ তারিখ থেকে ভাদ্র মাসের ১ তারিখ ও ইংরেজি আগষ্ট মাসের ১০ থেকে ১৬ তারিখ ৭ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক পালন করা হয়।
উক্ত বাৎসরিক ওরশ মোবারক পালন করার উদ্দেশ্যে সারা দেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে ভক্তবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর তীরে আখাউড়া এলাকায় অবস্থিত কল্লা বাবার রওজা মুবারকে আসেন।
প্রচারে কেল্লা বাবার আশেক মোঃ নুরুল আমিন, মোঃ শহিদ, বাহাদুর মস্তান, ফরহাদ সাধু, সুমন প্রমুখ।
Leave a Reply