বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ শহরের খানপুর হসপিটাল রোর্ড এলকায় দুই যুবক তক্ষক বিক্রি উদ্দেশ্যে আসলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ তাদের আটক করে।
শুক্রবার (১৪জুলাই) সন্ধায় হসপিটাল রোর্ড থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার এসআই শাফিউল আলম, এসআই আষিশ এসআই সাদ্দাম সংগীয় ফোস।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন তাদের ৬মাসের কারাদণ্ড প্রধান করে জেল হাজতে প্রেরন করেন। এবং টক্কটি বন বিভাগের কাছে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, ১/ আবুল কাশেম (৩৯) পিতা মৃত্য আবদুল সামাদ সাং মিধাকান্দি নড়িয়া শড়িয়তপুর। ২/ আবুল কালাম (৪০) পিতা মৃত্য ফজলুল হক সাং পালেরার থানা নড়িয়া,শড়িয়তপুর।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই শাফিউল আলম জানান, আমি গোপন সংবাদের ভিত্তিতে হসপিটালের রোর্ডে অবস্থা নেই পরে তাকে তক্ষক কর সহ আটক করি তার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল মাধ্যমে তাদের সাজা প্রধান করেন। যে কোন অপরাধের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা।
Leave a Reply