বর্তমান নিউজ.কমঃ
চাষাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এর মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর থেকে এক রোহিঙ্গা সহ তিনজনকে জনকে (এক হাজার) ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
শুক্রবার (১৪জুলাই) রাত ১২টার দিকে খানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয় যার নাম্বার -২৮৬।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আবেদিন (২৫), পিতা-কামাল উদ্দিন, সাং-ব্লক-জি-৩, ক্যাম্প-১৫, জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। নূর হাফেজ (৩৮), পিতা-নূর হাকিম, সাং-দমদমিয়া, হীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ৩। মোঃ সাদেক (২০), পিতা-মৃত মজিব আহাম্মেদ, সাং-দমদমিয়া, হীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন,জেলা গোয়েন্দা শাখার, এসআই (নিঃ) আশিষ কুমার দাস সঙ্গীয় এসআই(নিঃ) মোহাম্মদ আব্দুস শাফীউল আলম, এসআই(নিঃ) সাদ্দাম হোসেন খানসহ সঙ্গীও ফোর্স।
এবিষয়ে এসআই শাফীউল আলম জানান, আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করছে তাদের হাতেনাতে আটক করি। মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় চলমান থাকবে। আমাদের এসপি স্যার ও ওসি স্যার আর আদেশে সব সময় আমরা অভিযান পরিচালনা করে থাকি।
Leave a Reply