নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হিরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুন রবিবার বিকেল সোয়া ৪টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেফতারকৃত আসামী রূপগঞ্জের চনপাড়ার রাজা মিয়ার ছেলে রায়হান(৩৫)।
সংবাদ সম্মেলনে এসপি গোলাম মোস্তফা রাসেল জানান,গ্রেফতারকৃত আসামীকে গত ২৪ জুন সন্ধ্যা ৬টায় রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রুপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা পুনর্বাসন কেন্দ্র ৯/২ নং ওয়ার্ডে জৈনক ফারুক মিয়া ১তলা বিল্ডিংয়ের নিচ তলা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রায়হান তার হেফাজতে অস্ত্র ও হিরোইন আছে বলে স্বীকার করে। আসামীর দেখানো মতে ঘটনাস্থলের কক্ষের মেঝের তোষকের নিচ হতে ০১ (এক)টি বিদেশী অস্ত্র, ০১ (এক)টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হিরোইন (যার মূল্য ৩,০০,০০০ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এসপি আসামীর বিরুদ্ধে আরো জানান, উক্ত ঘটনায় রূপগঞ্জ থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যার নং-৭৫, তারিখ- ২৫/০৬/২০২৩ ইং ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ রুজু করা। তার বিরুদ্ধে খুনসহ হত্যার চেষ্টা, মাদক, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া চনপাড়া এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় মারামারি ও গোলাগুলির ঘটনায় আসামী রায়হান এক পক্ষ অবস্থান নিয়ে বিভিন্ন অপরাধ সংঘঠিত করে। গত ২৩ জুন চনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে বলে গুলিবদ্ধ ভিকটিম মাসুদ ও বাবলু জানিয়েছে।
এসপি আরো বলেন,আপনেরা জানেন পূর্বের চনপাড়া থেকে বর্তমান চনপাড়া অনেক পরিবর্তন করতে পেরেছি আমরা।আগের তুলনায় এখন মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।ওখানে যদি ৫০ জন খারাপ লোক থাকে তাহলে ১ লাখ লোক মানুষ আছে বসবাস করে।আমরা চেষ্টা করছি যেখানে মাদক ও সন্ত্রাসীদের জন্য পুলিশ পা দিতে পারতো না সেখানে সকল অপরাধ থেকে মুক্ত করতে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃসোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোঃতরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার( সি সার্কেল) আবির হোসেন সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
Leave a Reply