বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি গুনীজন সম্মাননা ২০২২ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় ৫ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়।
প্রাপ্ত গুনীজনরা হলেন, জনাব রাজু আহম্মেদ (কন্ঠ শিল্পী), জনাব মীর আব্দুল আলীম (সৃজনশীল সাংস্কৃতিক গভেষক), জনাব লক্ষন চন্দ্র দাস (যন্ত্র সংগীত), জনাব ইদ্রিস আলী (নাট্যকলা), জনাব কবির আহমেদ মাসুম চিশতি (চারুকলা)।
সোমবার (১২ জুন) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কালচারাল অফিসার রুনা লায়লা সঞ্চালনায় এ সম্মাননা ও সাংস্কৃতি সন্ধা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ সাকিব আল রাব্বি বলেন, এ সম্মাননা শুরু হয় ২০১৩ সাল থেকে এ সম্মাননা দেওয়া শুরু হয় তাতে আমার সুযোগ হযেছিলো আংশগ্রহন করার তার পরে আজকে আবার অংশ গ্রহন করলাম। তবে আমি মনে এ সম্মাননা দেওয়ার জন্য আরো গুনিজনদের থাকার। তবে আমরা চাই এধরনের অনুষ্ঠান সব সময় চালু থাকুক তাহলে আমাদের সন্তানরা অনেক কিছু শিখতে পারবে। যারা এবছর গুনিজন সম্মাননা পেলেন সকলকে অনেক শুভেচ্ছা আপনারা আমাদের আরো ভালো কিছু দেওয়ার।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু বলেন, শিল্পকলা একাডেমি যে আয়োজন করেছেন তা মূল্যয়ন করা উচিত। ধেশে এখননযে পরিমান মাদক ছরিয়ে গেছে তার জন্য আপনারা যারা মা বাবা আছেন তারা সকলে একটু সচেতন হতে হবে। আগে যারা।আগে দেখতাম যে সকল স্কুলে প্রতি বছর একটি করে ক্রয়া প্রতিযোগিতা হতো তা এখন বন্ধ হয়েগেছে তাই সেটা যাতে আবার চালু করা হয় সেই অনুরোধ রাখছি। চেষ্টা করবেন। যাতে আপনাদের থেকে আগামী দিনের প্রজম্ম নতুন কিছু শিখে তাদের জীবনে উন্নতি করতে পারে।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ এফ এম মশিউর রহমান। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। জেলা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন স্বপন । সম্মাননা উপ কমিটির সদস্য আনজুমা আরা আকছি সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিরা।
Leave a Reply