বর্তমান নিউজ.কমঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকেলে নগরীর ২নং গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদ এর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম বলেন, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। আমরা সব সময় প্রধানমন্ত্রীর সাথে আছি যারা প্রধানমন্ত্রীকে হত্যা কথা বলে হুমকি দিয়েছে তার শাস্তি দাবি করছি। আর আমার সহ কর্মীদের অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই সচেতন থাকবেন যাতে বিএনপির মত দলের কেউ বাজে কাজ বা উল্টা পাল্টা করতে না পরে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পিছিয়ে নেই। আমরা ওই সকল ব্যক্তিদের দাঁত বাঙ্গা জবাব দিবো। কোন গোষ্টি আজ আমাদের নেত্রীকে হুমকি দিলে আমরা বসে থাকবো না। আগামী দিনে বিএনপির কোন ব্যাক্তি যদি আওয়ামী লীগের কাউকে নিয়ে কটুক্তি করে তাহলে তার জিভ টেনে ছিড়ে ফেলবো।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইর্স চেয়ারম্যান ও ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি, ফাতেমা মনির, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সদস্য এডভোকেট নূর জাহান বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply