রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে কয়েকটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ মঙ্গলবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অনুমোদনহীন অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজউক জানায়, দক্ষিণখানের মৌশাইর এলাকায় সকাল ১০টার দিকে অভিযান শুরু হয়। অভিযানকালে বাঁধন বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন আধন সাইফ গার্ডেনের একটি বহুতল ভবনের অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের আগে ভবনটির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আরো কয়েকটি ভবনের অনুমোদনহীন অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজউকের ২/১ নম্বর অঞ্চলের আওতাধীন দক্ষিণখান এলাকায় নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় কিছু ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় একজন ভবন মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে তারা নকশাবহির্ভূত কোনো স্থাপনা তৈরি না করেন।
অভিযান কার্যক্রম তদারক করেন রাজউকের ২/১ নম্বর অঞ্চলের অথরাইজড অফিসার পলাশ সিকদার। এ সময় সহকারী অথরাইজড অফিসার আব্দুল লতিফ, ইমারত পরিদর্শক আমিন কবিরসহ রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply