হ্যান্ডকাপ পরিয়ে ‘গ্রেপ্তার নাটক’ সাজিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার বিকেলে তাদের প্রত্যাহার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। দুই এসআই হলেন- আবুল হোসেন ও শহিদুল ইসলাম।
এর আগে, কাজিপুর থানা এলাকার বাইরে পার্শ্ববর্তী সদর থানার সীমানা থেকে শনিবার সন্ধ্যায় রতনকান্দির একডালা গ্রামের ভাঙরি ব্যবসায়ী লাভলু ইসলামকে ‘হ্যান্ডকাপ’ পরিয়ে হেনেস্তা করেন অভিযুক্ত দুই এসআই। মামলা ও নির্যাতনের ভয় দেখিয়ে স্থানীয় জনপ্রতিধিদের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নেন তারা। পরে থানায় না এনে পথে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু সোমবার জেলা পুলিশ সুপার ও রাজশাহী রেঞ্জ ডিআইজিসহ পুলিশ সদর দপ্তরে অভিযোগ দেন। পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখে বিকেলে তাদের প্রত্যাহার ও জেলা পুলিশ লাইন্সে সংযুক্তের নির্দেশ দেন।
অভিযুক্ত এসআই আবুল হোসেন বলেন, ঘটনাটি নিয়ে আমরা বিব্রত।’
আর্থিক লেনদেনের বিষয় অস্বীকার করে অভিযুক্ত আরেক এসআই শহিদুল ইসলাম শহিদ বলেন, ওসি স্যারের নির্দেশে সেখানে গেলেও ভুলবশত সদর থানার সীমানা ঢুকে পড়েছিলাম।
Leave a Reply