ঝিনাইদহ সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাখাওয়াত বিশ্বাস (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার চাপড়ী গ্রামের জয়বাংলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত বিশ্বাস শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাখাওয়াত ঝিনাইদহ শহর থেকে তিনজনকে নিয়ে ইজিবাইক চালিয়ে শৈলকুপায় নিজ এলাকার দিকে যাচ্ছিলেন। পথে চাপড়ী গ্রামের জয়বাংলা ব্রিজের কাছে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ইজিবাইকে থাকা তিনজন পালিয়ে গেলেও সাখাওয়াত বিশ্বাসকে দুর্বৃত্তরা ধরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে করে। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত মারা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। তবে হত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply