বর্তমান নিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ তথা পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ড মেম্বার ও নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, সৈকত হোসেন বেপারী।
সোমবার (১৭ এপ্রিল) গনমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি, পরিবার, সমাজ ও মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
Leave a Reply