1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি রুপগঞ্জে হত্যার ঘটনায় নামধারী ছাত্রলীগ নেতা শাওন অস্ত্রসহ গ্রেপ্তার ৫ দফা দাবি বাস্তবায়ন না করলে ১০ তারিখে সকল নৌ-যান বন্ধ – সবুজ সিকদার বঙ্গবন্ধু স্কুলের গরুর খামার করার পরিকল্পনা : সেলিম ওসমান ফতুল্লা স্টেডিয়াম উদ্ধারে আড়াইশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহাঙ্গীরের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ সভাপতি তারেক সাঃ সম্পাদক হুমায়ুন নগরীতে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রতিবাদে আজমেরী ওসমানের বিক্ষোভ মিছিল ইসদাইরে টাকার কাছে হার মানছে বাল্যবিবাহ আইন

গরমের তেজ ঈদের আগে কমছে না

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬ বার পঠিত

এপ্রিলে টানা ১৬ দিন নাভিশ্বাস ওঠা গরমের পর অবশেষে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমেছে। রাজধানীর আকাশে ভেসে আসছে মেঘ। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে ওই মেঘ ঢুকছে বাংলাদেশে। ফলে রাজধানীর তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে জনজীবনে দুর্ভোগ বয়ে আনা টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেছে ঈশ্বরদী। গত এক দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার এ উপজেলায়।

এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরও আগে ১৯৯৫ সালে এবং ২০০২ সালে দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড হয় সর্বোচ্চ ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, ২৩ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটে হালকা বৃষ্টির আভাসের কথা বলা হলেও বিরাজমান তাপপ্রবাহ আরও দু-এক দিন অব্যাহত থাকার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি জানান, ঈদের আগে-পরে ২০-২৪ এপ্রিলের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

তবে বেশ কয়েক দিন পর দখিনা বাতাস বইতে থাকায় ঢাকাসহ কিছু কিছু এলাকায় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকার তাপমাত্রা রোববারের তুলনায় একলাফে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। গতকাল দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার একই সময়ে ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিমাপে পারদের ওঠানামায় এদিন কিছুটা হেরফের হলেও রাজধানীসহ দেশজুড়ে গরমের তেজ কমেনি। ঘরে-বাইরে প্রখর তাপে মানুষ পুড়ছে। নিত্যপ্রয়োজনে যাঁরা ঘরের বাইরে বের হয়েছেন তাঁদের অবস্থা ছিল অবর্ণনীয়। বাতাসে জলীয় বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ শাহীনুল জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। তবে ঢাকায় দু-এক দিনের মধ্যে তেমন আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি খুব একটা কমবে না। আকাশে মেঘ ও আর্দ্রতা বেড়ে গিয়ে ঘাম ও অস্বস্তি বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এত দিন আর্দ্রতা কম থাকায় মানুষ প্রচণ্ড গরমের মধ্যেও ঘামত না। এখন আর্দ্রতা বেড়ে যাওয়ায় আগামী পাঁচ-ছয় দিন ভ্যাপসা গরম থাকতে পারে। তিনি বলেন, প্রচুর ঘাম হলে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে অসুস্থতা বাড়ার আশঙ্কা থাকে। ফলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পানি পান এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD