শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল ভারতীয় মদসহ মো. রুবেল (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ জামালপুর।
মঙ্গলবার (৪ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে ।
এসময় ৯১ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ ওই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানি বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী রুবেল (৩০ ) নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। অভিযানকালে ক্যাম্পের সিনিয়র এএসপি এম এম সবুজ রানা উপস্থিত ছিলেন। আইনানুগ ব্যবস্থা নিতে অভিযুক্তকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply