আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ব্যালটে নির্বাচন মানেই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা নয়। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা সরকারের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের ধারণা, কারা নির্বাচিত হবেন তাও সরকার নির্ধারণ করে।
আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের দলীয় ইফতার মাহফিলে এসব কথা বলেছেন জাপা চেয়ারম্যান। আজ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, ইভিএমে নয় আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে।
ইভিএম ব্যবহারের বিরুদ্ধে ছিল জাপা। ব্যালটে ভোটের দাবি পূরণ হলেও জি এম কাদের বলেছেন, এটি সুষ্ঠু নির্বাচনের পথে একটি পদক্ষেপ মাত্র। এতদিন যারা নির্বাচন করেছেন তারাই জানিয়েছেন, ভোট সুষ্ঠু হবে কি না সরকারের ওপর নির্ভর করে। যদি সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাদের পরাজিত করা অসম্ভব।
নির্বাচন ব্যবস্থার সমালোচনা করলেও সিটি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাপা চেয়ারম্যান। এর পক্ষে যুক্তি দেন, ভোটে অংশ নিলে ধারণা হয় সুষ্ঠু নির্বাচন হচ্ছে কি না। সাধারণ মানুষও জানতে পারে। একতরফা নির্বাচনের বোঝা যায় না। সরকার বলতে পারে বিরোধীরা নির্বাচনে আসেনি। তাই প্রতিটি নির্বাচনেই জয়ের জন্য অংশ নিচ্ছে জাপা।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে দাবি করেছেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলছেন, এভাবে ডিজিটাল নিরাপত্তা আইন থাকলে দেশে গণমাধ্যমের ভূমিকা থাকবে না।
আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের লাঙ্গলের প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক এবং উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করেন জি এম কাদের।
ইফতারে জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
Leave a Reply