সাশ্রয়ী দামে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া এক কোটি পরিবার কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে রমজান মাস উপলক্ষে টিসিবির দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি কার্যক্রম এবং উত্তরা এলাকায় টিসিবি পণ্যের অস্থায়ী সংরক্ষণাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে হাতে লেখা কিউআর কোড-সংবলিত পরিবার কার্ডগুলোকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।
প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ এবং বরিশালে টিসিটির কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। এসব পরিবার কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করলে পণ্য বিতরণে অসংগতি দূর করা যাবে।
বাণিজ্যমন্ত্রী জানান, যথেষ্ট পরিমাণে পণ্য মজুত আছে। এ বছর পণ্য সরবরাহ ও বিতরণে শক্ত অবস্থানে আছে টিসিবি। কোনো একটি পণ্যের দাম বাড়লে সবাই প্রশ্ন তোলেন। অথচ দাম যখন কমে তখন কেউ আর কিছু বলেন না। সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করাও উচিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব পণ্যের দাম বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। এ বিষয়ে একটা ভুল ধারণা আছে যে দাম বাড়লেই বাণিজ্য মন্ত্রণালয় যুক্ত। কিন্তু ব্রয়লার মুরগি, মাংস, মাছসহ কিছু পণ্য অন্য মন্ত্রণালয়ের আওতাধীন। তারপরও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।
Leave a Reply