মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে উপকারভোগী ১৭৩ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে (২৩) শে মার্চ বৃহস্পতিবার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব চাল বিতরণের আয়োজন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান এবং টেগ কর্মকর্তা উপজেলার সহকারী পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু সাইদ।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন মাঠ সহকারী সুজন পারভেজ,সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ সচিব মো. লুৎফর রহমান,৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হিটলার, বড়ইকুচি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুনিয়া আক্তার, নয়াপাড়া মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম,চান্দাপাড়া গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমুখ।
চাল বিতরণ শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফকরুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রত্যেক উপকারভোগীদের মাঝে মাসিক ৩০ কেজি হারে ভিডব্লিউবি কার্ডের চাল বরাদ্দ হয়। এবারের ভিডব্লিউবি কার্ড প্রসেসিং বিলম্বিত হওয়ায় ৩ মাসের চাল এক সাথে ৯০ কেজি করে জনপ্রতি প্রত্যেক কার্ডধারীদের মাঝে সুষ্ঠু ভাবে, ১৫ হাজার ৫৭০ কেজি চাল বিতরণ করা হয়। রমজানের আগের দিন এসব চাল দিতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply