বর্তমান নিউজ.কমঃ
সবার জন্য আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ২৫৫ ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ আধা-পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মার্চ) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ দফায় নারায়ণগঞ্জের সদরে ৯৮, আড়াইহাজার উপজেলায় ৪২, বন্দরে ৩৩, রূপগঞ্জে ৪০ আর সোনারগাঁয়ে ৪২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি পরিবার ও গৃহহীন থাকবে না তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। এ কাজ ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি পরিবার গৃহহীন থাকবে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তিন দফায় ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। আমি খুবই আনন্দিত চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।
গণভবনের এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের পর প্রতিটি উপজেলা থেকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও প্রতি উপজেলার নিরর্বাহী অফিসার”রা এ সব ঘর প্রদান করেন।
Leave a Reply