মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি)আশরাফুল কবীর,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোজাম্মেল হক, রুকুনুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন , উপজেলায় মুজিব বর্ষের উপহার হিসেবে ক’ শ্রেনীভুক্ত ভূমিহীন-গৃহহীন ৭৫ টি ছিন্নমূল পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। সেইসাথে আরও ৪৩টি পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রামে নতুন ঘর প্রদান করা হবে। এতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে উপজেলার ১২৩ টি পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরন কার্যক্রম উদ্বোধন ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষনা করবেন।
এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিও রাজনৈতিক দলের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।
Leave a Reply