গ্যাস, বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম বারবার বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে এবি পার্টি। দলটির ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে শুক্রবার বিজয়নগরে দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, স্বৈরাচার দুই ধরনের। এক ধরনের স্বৈরশাসক মানুষের জীবনযাত্রার সুযোগ সুবিধা বাড়িয়ে, তাদের অধিকার কেড়ে নেয়। তারা মনে করে জীবনযাত্রার মান ঠিক থাকলে, সুযোগ সুবিধা পেলে মানুষ মানবাধিকার, ভোটাধিকার, গণতন্ত্র নিয়ে মাথা ঘামাবে না। আরেক ধরনের স্বৈরাচার মানুষকে সবরকম নিষ্পেষণ করে। জীবন বাঁচাতেই হিমশিম খায় মানুষ। ভাত যোগাতেই শক্তি নিঃশেষ হয়ে যায়। ভোটাধিকার, মানবাধিকার, দেশের সম্পদ লুটপাট নিয়ে, যেন ভাবারই সুযোগ না পায়। বর্তমান সরকার শেষোক্ত ধরনের নিকৃষ্ট স্বৈরাচার।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে সরকারকে সতর্ক করে মজিবুর রহমান মন্জু বলেছেন, অতীতে ফ্যাসিবাদীরা গণতান্ত্রিক শক্তিকে দমন করে উল্লাস করলেও তা স্থায়ী হয়নি। সরকারের নির্যাতনে গণতন্ত্রপন্থীরা রণেভঙ্গ দেওয়ার পর সেসব স্বৈরশাসকের পতন হয়েছিল উগ্রবাদীদের হাতে। বিএনপি, এবি পার্টিসহ যারা গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায়, তাদেরকে দমন নিপীড়নের মাধ্যমে নিঃশেষ করলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। তখন সরকারের পতন হবে সর্বহারা বা আদর্শবাদী উগ্রপন্থীদের হাতে।
Leave a Reply