মোঃ বিল্লাল হোসেন(শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে হাসান মিয়া (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সন্ধ্যায় ( ১ ফেব্রুয়ারি) পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকার নিহতের বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান ওই এলাকার গাজীউর রহমানের ছেলে।
জানা যায়, হাসান এবার এসএসসি পাশ করেছে । ভর্তি হবে তাতিহাটি আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে।
নিহত হাসানের মা হেলেনা বেগম
জানায়, হাসান কলেজে ভর্তি হওয়ার কথা । বুধবার দুপুরে খাবার খেয়ে সে ঘরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে গলায় মাফলার পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করে। সন্ধ্যার পর সে ঘরে গিয়ে দেখতে পায় তার ছেলে হাসান ঘরের আড়ার সাথে ঝুলে আছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে । ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আত্মহত্যার কেন কারন জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply