বর্তমান নিউজ.কমঃ
শহরের চাষাড়া এলাকায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন। সেময় স্লোগান দিয়ে বলেন, দিপু ভুইয়ার চামড়া তুলে নিবো আমরা দিপু ভুয়ার দুই গালে জুতা মারো তালে তালে অবৈধ কমিটি মানবো মানি না। দলের ত্যাগী ,যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা ছাত্র দলের কমিটি করা হয়েছেন বলে দাবী করে জেলার সাবেক ছাত্র দলে কর্মীরা।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে চাষাড়া বালুর মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চাষাড়া আজগর আলী ফিলিং স্টেশন এর সামনে গেলে পুলিশ তাদের বাদ্ধা প্রদান করে সকলেকে সরিয়ে দেন।
নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদের বলেন, যারা মামলা হামলার শিকার তাদের বাদ দিয়ে কমিটি সিন্ডিকেটের মাধ্যমে কমিটি গঠনের হয়েছে। তারেক রহমানকে ভুল বুঝিয়ে কমিটির অনুমোদন আনা হয়েছে। তার জন্য দিপু ভূইয়া ও জেলা বিএনপির নেতাদের দোষ বলে আমি মনে করি। যে সভাপতি হয়েছে নাহিদ তার নামে একটিও মামলা নেই কিন্তু আমি ৫৩ টি মামলার আসামী। আড়াইহাজারে স্টোল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক কে বিপদে ফেলে পালিয়ে চলে ফআসছে তাকে বানানো হয়েছে জেলা কমিটির সাধারন সম্পাদক। অঅমাদের দাবী হলো আমরা চাই এ কমিটিতে যারা আসছে তারা ঠিক কতটা দলের জন্য কাজ করেছে সেটা তদন্ত করে তারেক রহমান যাতে সুন্দর একটি কমিটি গঠন করেন।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, সেন্টাল কমিটির নেতারা আমাকে বলেছিলো তুমি ভালো একটি পদ পাবে কিন্তু আমাকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। তারা আওয়ামীলীগ এর সাথে আত্তাত করে চলে। এই কমিটির বিরুদ্ধে আমরা আনন্দলন করে যাবো যতদিন নতুন কমিটি করা হবে। কিছুদিন আগে আমাকে বলা হয়েছে তুমি সুপার ১০ এ আছো কিন্তু কমিটিতে আমাদের রাখা হয়নি। কিছু দিন আগেও আমার বাড়িতে হামলা হয়েছে আমাকে না পেয়ে আমার মা ,ভাতিজি ও ভাগিনাকে মেরে হাট পা ভেংগে ফেলা হয়েছে সেটা সকলেই জানেন তার পরেও আমি সাবেক কমিটিতে সহ সভাপতি ছিলাম কিন্তু এবার আমাকে কোন পদেই রাখা হয়নি কিন্তু কেন। আমরা এ অবৈধ কমিটি মানি না মানবো না।
Leave a Reply