যশোরে ভ্যান চুরির অপরাধে সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েন হেলাল উদ্দিন। আটকের পর তিনি অঙ্গীকার করেন, কর্মসংস্থানের সুযোগ পেলে চুরি ছেড়ে দেবেন। এর পর সামাজিক সচেতন সংস্থার (সাসস) সঙ্গে যোগাযোগ করে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সংস্থাটির সহায়তায় হেলালের হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়েছে।
যশোর প্লেস ক্লাবের সামনে তাঁর হাতে ইজিবাইকের চাবি তুলে দেন শারীরিক প্রতিবন্ধী শাহিনুর রহমান। তিনি যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মফিজুল ইসলাম জানান, ভ্যানে ঝালমুড়ি ও ফল বিক্রি করতেন শাহিনুর। গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে ভ্যানটি চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র বাহন হারিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে অনাহারে দিন কাটছিল শাহীনুরের। ভ্যান উদ্ধারের আশা ছেড়ে দিয়ে তিনি জেলা গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন। এরপর অভিযান চালিয়ে ভ্যান চুরির অপরাধে হেলালকে আটক করে পুলিশ। এর মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা টাকা তুলে শাহিনুরকে নতুন ভ্যান কিনে দেন। হেলাল কর্মসংস্থানের সুযোগ পেলে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীরকার করলে সামাজিক সচেতন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়।
সামাজিক সচেতন সংস্থার সভাপতি হাবিবুর রহমান বলেন, স্বাভাবিক জীবনে ফেরাতে হেলালকে ইজিবাইক উপহার দেওয়া হয়েছে। এটি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করবেন এবং উপার্জনের কিছু অংশ তাদের সংস্থায় দান করবেন। এই দান দিয়ে আরও দশটি লোককে সহায়তা করা হবে।
ইজিবাইক পাওয়ার পর পুলিশ ও সামাজিক সচেতন সংস্থাকে ধন্যবাদ জানান হেলাল। চুরির সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, স্বাভাবিক জীবনে ফিরে হালাল পথে উপার্জন করে জীবন উপভোগ করুন।
Leave a Reply