1. admin@sobsomoynarayanganj.com : admin : MD Shanto
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় উপনির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় লাঙ্গল সমর্থকের জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় লাঙ্গল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌবাজার এলাকায় এ অভিযান চালান। এর আগে শুক্রবার রাতে এক স্বতন্ত্র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া লাঙ্গল সমর্থকের নাম ফজলুর রহমান। তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমরের চাচাতো ভাই।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে বৌবাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফজলুর রহমান মাইক্রোবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার চালানো দণ্ডণীয় অপরাধ। এ জন্য তাঁকে জরিমানা করা হয়।

এর আগে শুক্রবার রাতে বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর শহরের নামাজগড় টিনপট্টি এলাকার বাসার সামনে ডিজিটাল ডিসপ্লেতে ব্যানার বানিয়ে প্রচার চালাচ্ছিলেন তিনি, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভোট পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Bartoman News
Theme Customized By Theme Park BD