বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার নদীর পানির কি অবস্থা তা নারায়গঞ্জবাসীর সবার জানা। শীতলক্ষ্যার নদীর পানি বছরে বর্ষকালে কিছুটা পরিবর্তন হলেও বর্ষার পর থেকে নদীর পানির পুরো পাল্টে যায়। ব্যবহারে অযোগ্য হয়ে যায়। কেউ যেনে শুনে এই নদীর পানির ব্যবহার দূরে কথা নদীর পার হবার সময় এর দূরগন্ধে অসুস্থ বোধ করে। জেনে শুনে এই ধরণের দূষিত নদীর পানিতে মৎস্য পোনা অবমুক্ত করা এক ধরণের হাস্য কর বিষয় ও লোক দেখানো সামিল। এই ধরণের কার্যক্রম কোন সংগঠন করে থাকে তা লোক দেখানো ছাড়া আর কিছু না। এমনি এক ঘটনা ঘটে হাস্য কর ঘটনা ঘটে।
বিএপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী মৎসজীবী দলের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন বিএপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ।
শনিবার( ২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাজীগঞ্জ ঘাটে শীতলক্ষানদীতে এই মৎস্য পোনা অবমুক্ত করেন।
এর আগে দলের কিছু নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা এ (শীতলক্ষ্যায় নদী) স্থানে মাছ ছাড়লে বাচবে না। এখানে ছাড়া অন্য কোথাও পুকুরে বা শেখ রাসেল পার্কে ছাড়া কথা জানালেও দলের সিনিয়র নেতারা বিষয়টি আমলে নেননি। এসময় দলের নেতা বলে উঠেন এই নদী দূষণের জন্য এই সরকার দাই। মিল ফেক্টরি গুলো তাদের দূষিত পানি নদীতে ফেলে নদী দূষণ করছে। এর দায়বার এই সরকারে উপর পরে।
এসময় দলের কেন্দ্রীয় নেতা ও জেলার নেতাকর্মীদের নিয়ে মৎস্য পোন অবমুক্ত করার পর তার কিছুক্ষন পরেই তাদের সামানইে মাছের পোনা মরে ভেসে উঠে।
এই সময় মৎস্য পোনা অবমুক্ত করে বিএপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন,আজকে এই শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছি। কিন্তু অন্তত পরিতাপের বিষয় মাছের পোনা গুলো বাঁচবে কি না আল্লাহ ভালো জানেন। কারণ পানি এমনেই দূষিত হয়ে গেছে।
এই বিয়ষ সরকা ও প্রশাসনের কোনো নজর নেই। তাই আমরা দাবি জানাই এই নদীতে যেনো আগের মত মাছ বাঁচতে পারে এবং নদীর পরিবেশ সুন্দর থাকে। অনুষ্ঠানে সভাপত্বিত করেন মৎসজীবী দলের যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ সেলিম মিঞা
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নারায়গঞ্জ মহানগর সভাপতি এড. সাখওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি আহŸায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার।
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি,মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, জেলা মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, মৎসজীবী দল সদস্য সিচব আবদুর রহিম প্রমুখ।
Leave a Reply