বর্তমান নিউজ.কমঃ
ফতুল্লা থানাধীন ইসদাইর রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ীদের হাতে নিহত মামুনের মূত্যুর (৪০দিন) উপলক্ষে বন্ধু মহলের পক্ষে থেকে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৩ই জানুয়ারি) বাদ আছর ইসদাইর বাজারে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসদাইর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মো:নূরউদ্দিন
এসময় নিহত মানুনের চাচা আব্দুল বাসেদ রতন বলেন, মামুন হত্যার পর থেকে এ এলাকার কোন মুরুবি এখনো পাই নাই। কিন্তু এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদের জন্য তারা বলেন একটি জায়গা দেন। যদি আপনার একসাথে আমার পাশে থাকতেন তাহলে মাতার পালিয়ে যেতো। যারা মাদক ব্যবসা করে তাদের সেল্টার দেওয়ার জন্য মানুষে অভাব নাই। তারা যখন চাকু নিয়ে আসে তখন দেখি এলাকার মুরুবিরা পারিয়ে যায়। যার কারনে নষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা। আমরা কিনে আনি দেখে তারা বিক্রি করবে পারে আমরা যদি না কিনি তাহলে বিক্রি করতে পারবে না। তাই সকলে মিলে প্রতিরোধ করুন। তাদের কে বয় পাবেন না।
ফতুল্লা ইউনিয়ণ পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল বলেন, আমরা জানি আমাদের এলাকয় প্রশাসনরে লোক জন্য সব সময় কাজ করে যাচ্ছে। যারা মাদক ব্যবসা করে তারাই আবার এসে বলে আমরা আছি। মাদক এক পক্ষ বিক্রি করে আরেক পক্ষ বিরুদ্ধিতা করে। তাই আমাদের আগে ঠিক হতে হবে তাহলে আমরা মাদক নিমূল করতে পারবো। যারা মাদক ব্যবসা করে তাদের রদরিয়ে না দিয়ে আপনার তাদের ছাড়ানোর জন্য গিয়ে বলি। এভাবে চললে কখনো ভালো হবে না।
এ সময় উপস্তিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি জসিম উদ্দিন জসিম, বিশিষ্ট ব্যাবসায়ী গনি মোল্লা, নিহত মামুনের বাবা ও বোন জামাই হোসেন ও তার বন্ধুমহল সহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply