বর্তমান নিউজ.কমঃ
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল বলেছেন, যারা স্বাধীনতা মানতে পারেনি তারা শেখ হাসিনার উন্নয়ন মানতে পারেনা। অথচ একের পর এক উন্নয়ন করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কিছু দিন আগে মেট্রোরেল, তার আগে পদ্মা সেতু উদ্বোধন করে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। আর এই উন্নয়ন দেখার জন্য সকাল থেকে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তার পরেও কিছু মানুষের চোখে তা পরেনা। তিনি আরও বলেন, সদর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মামুনের জন্য দলীয় কর্মকান্ড স্থবির হয়ে পড়তে পারেনা। মামুনের পরিবর্তে ভারপ্রাপ্ত হিসেবে ইব্রাহিম ও সওদাগর দল চালাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশাল একটি মিছিল নিয়ে আলোচনা সভায় যোগদান করেন গোগনগর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড মেম্বার রফিক হোসেন। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল তাকে রাজনীতি দিক নিদের্শনা প্রধান করেন।
১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুরে চরসৈয়দপুর প্রাইমারী স্কুল মাঠে সদর থানা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সদর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার এবং যুবলীগ নেতা আশরাফ মামুন পাঠানের সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে প্রায় ৫শ’ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সদর থানার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যে এসটি আলমগীর সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুধু উন্নয়ন করা সম্ভব হয়। অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন থমকে যায়। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
Leave a Reply