বর্তমান নিউজ.কমঃ
বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শফিদ্দিন আহমেদ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সকাল সাড়ে আটটার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে। স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পারিবারিকভাবে জানা যায় বৃহস্পতিবার সকালে ওজু করার সময় হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান উপস্থিত স্বাস্থ্যকর্মীগণ কোন সমাধান দিতে না পারায় তাকে বন্দর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে ইসিজি করার পর ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার বাদ আছর দাঁসেরগাও মাদরাসায় (হারুন সাহেবের মাদরাসা) রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ জানাজার নামাজ আদায় শেষে দেউলী চৌরাপাড়া কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বন্দর উপজেলা আওয়ামী পরিবারের মাঝে। তার মৃত্যুর সংবাদে তার বাসায় ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন নেতাকর্মীরা তার বাড়িতে এসে জড়ো হয়ে পরিবারকে সমবেদনা জানায়। তার জানাজায় শরীক হতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম কুদরাত ই খুদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগের নবীন প্রবীণ নেতাকর্মী ও সমর্থকরাও তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অন্যদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে বন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করতে গিয়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, তিনি বন্দর আওয়ামী লীগের একজন কান্ডারী ছিলেন। ছোট থেকেই আমরা দেখেছি তিনি দল ও জনগণের জন্য নিঃস্বার্থ পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক গুরু
Leave a Reply