নারায়ণগঞ্জে রেললাইনের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে চাষাঢ়া রেলস্টেশন পর্যন্ত এ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, নগরীর ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া রেলস্টেশন পর্যন্ত রেললাইনের দু’পাশে শতাধিক কাঁচা-পাকা দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে শতাধিক স্থাপনা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফি উল্লাহ বলেন, চাষাঢ়া থেকে ১ নম্বর রেলস্টেশন পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের সামগ্রী আসবে। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রেল লাইনের দু’পাশে যত স্থাপনা রয়েছে, সবগুলোই অবৈধ।
রুবাইয়া খানম বলেন, উচ্ছেদের পর নতুন করে কেউ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply