বর্তমান নিউজ.কমঃ
ইংরেজি নতুন বছর ২০২৩ এর নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মোঃ সৈকত হোসেন ৪নং ওয়ার্ড মেম্বার গোগনগর ইউনিয়ন পরিষদ ও সাবেক সভাপতি নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগ।
তিনি এসময় আরো বলেন, পুরানো সব ভুলে গিয়ে নতুন বছরকে নতুন ভাবে সাজিয়ে নিবো এবং গত বছর ২০২২সালে যা হারিয়েছি তাই নতুন করে গরে তুলবো।
ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে
হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, বছর শেষের ঝরা পাতা, বললো উড়ে এসে। একটি বছর পেরিয়ে গেলো, হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে,যতন করে রেখো। স্বপ্ন গুলো সত্যি করে, ভীষণ ভালো থেকো।
Leave a Reply