ঢাকার ধামরাইয়ে শিকল দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেলিয়া এএনসি কারখানা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ধামরাইয়ের কেলিয়া এলাকায় শিকল দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরের দিকে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরনে সালোয়ার-কামিজ ও সোয়েটার ছিল। মরদেহের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও লাশের পায়ে শিকলে বাঁধা তালা লাগানো ছিল।
অনেকের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যার পর বুধবার রাতের যেকোন সময় গাড়িযোগে কেলিয়া এলাকায় সড়কের পাশে তার লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। নিহত নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply