বর্তমান নিউজ.কমঃ
জুয়া খেলে সব হারিয়ে যখন চোখে মুখে অন্ধকার তখনি নেমে আসে চার দিকের চাপ কারন ভিবিন্ন সংস্থা ও এনজিও এবং পাড়াপ্রতি বেশির থেকে নিয়েছে বারে টাকা। আর সেই টাকা পরিশোধ করতে না পেরে বেছে নিয়েছে মূত্যর পথ।
তেমনি ইসদাইরে চেঞ্জার স্কুলের সামনে রাস্তার পাশে এক দোকানের ভিতরে পাওনা টাকা পরিষদ না করতে পেরে গলায় ফাস দিয়ে মূত্য বরন করেন ওমর ফারুক (৬৫) নামে এক কবিরাজ।
তিনি ইসদাইর চেঞ্জার স্কুলের সামনে স্বপ্ন বুটিকস্ নামে একটি দোকান চালাতেন ও তার পাশাপাশি কবিরাজ গিরি করতে তার জন্য প্রায় ৫ বছর ধরে রাতে তিনি দোকানে থাকেন তেমনি আজকেও ছিলেন। তিনি ঠিক মত তার পরিবার খরচ দিতেন না তার জন্য স্ত্রী ও ছোট সন্তান মিলে একটি ডিমের দোকান চালান। মঙ্গলবার (২০ ডিসেম্বর ) দুপুরে বাসায় গিয়ে ভাত খেয়ে দোকানে আসেন তারেই কিছু খন পরেই দোকানের ভিতর থেকে কার জুলন্ত লাশ দেখতে পায় তার স্ত্রী পরে তার ডাকে সবাই ভীর জমান।
মূত্য ওমর ফারুক এর স্ত্রী জানান, তিনি অনেক দিন ধরে দোকানে থাকে রাতে সে আমাকে ৪/৫ দিন আগে আমারে বলে আমি মানুষের কাছ থেকে যে টাকা নিচ্ছি সে টাকা তো ফিরত দিতে পারবো না তাই আমার মরন ছাড়া কোন উপায় নাই। তখন আমি বলেছিলাম মরলে কি সা সমস্যা সমাধান হবে নাকি। সে চানমাড়ি ও চাষাড়া ভিবিন্ন স্থানে গিয়ে জুয়া খেলতো তার জন্য আজকে এ অবস্থা তার।
Leave a Reply