মোঃ বিল্লাল হোসেন (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ারপারে পাগলা নদীর উপর সেতু নির্মাণ না করেই দুপাশে রাস্তা নির্মান করা হয়েছে। ফলে সেতুর অভাবে পথচারীদের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সেতু নির্মাণ না করেই রাস্তা নির্মান করায় চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অন্তত ১০ গ্রামের শতশত মানুষের ।
জানা গেছে, ২০২১ সালে ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের আহমদ নগর থেকে ধানশাইল ইউনিয়নের মোহনগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় এলজিইডি। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। গত বর্ষার পূর্বে রাস্তা নির্মাণ কাজ শুরু হলে দাড়িয়ারপার এলাকায় পাগলা নদীর উপর সেতু নির্মাণ না করেই নদীটি ভরাট করে রাস্তা নির্মান করা হয়।
কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই পাহাড়ি ঢলের পানির তোড়ে নদীরস্থলে রাস্তাটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে। ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন নদীরস্থলে সেতু নির্মাণ না করেই রাস্তা নির্মান করা হয়। ফলে নির্মাণ কাজ শেষ হতে না হতেই পাগলা নদীর ওই স্থানে নির্মাণাধীন রাস্তাটি ভেঙ্গে পুনরায় একটি নদীর সৃষ্টি হয়। এতে দুপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি । তিনি বলেন গ্রামবাসীরা ওই নদীর উপর একটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে তাতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
এ পথে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর ভাঙ্গা অংশে কোন সেতু নির্মাণ করা হয়নি। ফলে শতশত পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম আরো বলেন জরুরী ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু নির্মাণ প্রয়োজন। সেতুটি নির্মাণ করা হলে যানবাহন চলাচলের পাশাপাশি শতশত মানুষের দুর্ভোগ লাগব হবে।
শেরপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এখানে একটি সেতু নির্মানের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply