বর্তমান নিউজ.কমঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা বহালের দাবিতে নগরীতে মানববন্ধন ও গণমিছিল করেছে ।
একই দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন দলটির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও গণমিছিল করে দলিয় নেতাকর্মীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে,পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা আগের মতো বহাল, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি।
পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে গণমিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।
মানববন্ধন ও গনমিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র প্রদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ নুর হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. বিল্লাল হোসেন, শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান প্রধান রোমান সহ প্রমূখ।
Leave a Reply