বর্তমান নিউজ.কমঃ
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর বিচ্ছু বাহিনীর অন্যতম সদস্য সন্ত্রাসী রানা ওরফে পিস্তল রানা ও তার বাহিনী গোগনগরে ৩য় নাসিম ওসমান সেতুর পশ্চিম পাশে পুরাতন সৈয়দপুর এলাকায় বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সি নামক প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাংচুর লুটপাট চালায়। এসময় ট্রান্সপোর্টের ম্যানেজার মোঃ মুশফিক (২৯) মারধর করে (ক্যাশ) থাকা ব্যবসার নগদ ৪,৬০,৫০০/- (চার লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা ও অফিসের বিশ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ নিয়ে যায়। এবং অফিসের সকল আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ক্ষতি সাধন করে রানা ও তার সন্ত্রাসী বাহিনী।
বৃহস্পতিবার (১৭নভেম্বর) রাত ১২.৩০ মিনিটে পুরাতন সৈয়দপুর এলাকায় বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সিতে ১৫/১৮ জন লোক জোড়পূর্বক প্রবেশ করে লোহার পাইপ ও লাঠি সোটা দিয়ে এলোপাথারী মারামারি করে অফিসের থাই গ্যাস ভাংচুর করে যার নেতৃত্ব দিয়েছেন সন্ত্রাসী রানা ও বাবু ।
এঘটনায় নারায়নগঞ্জ সদর মডেল থানায় বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সির মালিক তাহমিনা বাদি হয়ে ৯ জনের নাম উল্যেখ করে একটি অভিযোগ করেন তারা হলেন, ১। বাবু (৩৭), পিতা-খলিল বাইদ্দা, ২। রানা ওরফে পিস্তল রানা (৩৫), পিতা- জলিল বাইদ্দা, ৩। মহাসিন (২৮), পিতা- খলিল বাইদ্দা, ৪ । কবির (৩০), পিতা- আবুল, ৫। কাশেম স¤্রাট (৩৭), পিতা- মৃত দৌলত মেম্বার, ৬। জিশান (২৫), পিতা- আক্তার বাইদ্দা, ৭। সুহেল (৪০), পিতা- জলিল বাইদ্দা, ৮। ফয়সাল (৩০), পিতা- মৃত দৌলত মেম্বার, ৯। শাহ পরান (৩০), পিতা- আবুল মেম্বার, সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সির মালিক তাহমিনাকে ০১৯৪৩০২৯৫২৫ নাম্বার ফোন করে হুমকি প্রধান করেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন যাতে আইনের সহযোগিতা চাওয়া হয় তাহলে তার পরিবারে খতি করার হবে।
নারায়নগঞ্জ জেলার গোগনগর ইউনিয়নের রবিন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী, মহিলা মেম্বার নিলুফা বেগম কে গুলি করে আহত ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন এর উপরে হামলা, চাঁদাবাজি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রানা ও তার বাহিনীর বিরুদ্ধে। কিন্তু এসব মারামারি ঘটনায় রানা যে অবৈধ পিস্তল ব্যবহার করেছে সেটি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি।
এলাকা বাসীর মাঝে এখনো সন্ত্রাসী রানা ওরফে পিস্তল রানার সন্ত্রাসী কর্মকান্ডে আতঙ্ক বিরাজ করছে। গোগনগরের জন সাধারন চায় রানার অবৈধ পিস্তলটি উদ্ধার হোক।
Leave a Reply