বর্তমান নিউজ.কমঃ
# দু’পক্ষের সংঘর্ষের রাতুল সহ আহত ১৫
# মামলা হলেই ব্যবস্থা নিচ্ছি – ওসি ফতুল্লা
ফতুল্লার বক্তাবলিতে আবারো কাশেম ও মোতালিব বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে আবারো ঢেঁটাযুদ্ধ হয়েছে। তাতে রাতুল সহ দু’পক্ষের ১০/১৫ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চর বক্তাবলীর আকবর নগর ও প্রতাবনগর এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।
এঘটনাকে কেন্দ্র করে আহত রাতুলে মা মোসাঃ ববিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৪৩ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোদ দায়ের করেন। তারা হলেন, ১। আলমগীর (৩৮), পিতা-মৃত: রমজান আলী, ২ । তামিম (১৮), পিতা-আলমগীর, ৩। জালাল (৪০), পিতা-মৃত মফিজ উদ্দীন, ৪। মজনু (১৯), পিতা- জালাল, ৫। আলাউদ্দিন (৪৫), পিতা-মৃত মফিজ উদ্দিন, ৬। রাজু (২৮), ৭। শুভ (২২), উভয় পিতা- আলাউদ্দিন, ৮। জাহাঙ্গীর (২৮), উভয় পিতা-মৃত মফিজ উদ্দিন, ৯। কাদির (৩৭), ১০। রশিদ (৫০), উভয় পিতা-বহর আলী খা, ১১। জসিম (২৪), পিতা-রশিদ ১২। দেলোয়ার (৪৫), পিতা- সৈয়দ খা, ১৩। এমরান (২৫), ১৪। জাহাঙ্গীর (৩০) উভয়, পিতা-
দেলোয়ার হোসেন দেলু, সর্ব সাং- আকবর নগর, থানা- সিরাজদীখান, জেলা- মুন্সিগঞ্জ, ১৫। মোতালিব খা (৫০), পিতা-মৃত জমির খান, ১৬। মোল্লেক খা (৪৫), পিতা-মৃত জামির খা, ১৭। মঞ্জু (৩০), পিতা- মোতালিব খা, ১৮। শামীম (১৮), পিতা- মোল্লেক খা, ১৯। আমির খা (৫৫), পিতা-মৃত আলী হোসেন খা, ২০। রাশেদ (২৮), পিতা- হানিফ, ২১। হানিফ (৪৫), পিতা-মৃত মাহমুদ, ২২। ইয়ার (৫৫), পিতা- ফাজর, ২৩। নুর আমিন (৩২), পিতা- ইয়ার, ২৪। কবির (৩৬), পিতা- মালেক বেপারী, সর্ব সাং- প্রতাবনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণঞ্জ, ২৫। জাকির (৩৮),
পিতা- মৃত আব্দুল আলী, ২৬। হাসন আলী (৪২), ২৭। শুক্কুর (৩৫), ২৮। শুনু (৩৮) সর্ব পিতা- পাগল খা, ২৯ । সজল (২২), পিতা- শুনু, ৩০। সাকিব (২২), ৩১। সিফাত (১৮) উভয় পিতা-মৃত মজু মিয়া, ৩২। জুয়েল (৩৮), পিতা- জলিল, ৩৩। রনি (২৩), পিতা- জলিল, ৩৪। আফজাল (৩৫), পিতা- মুন্না, ৩৫। জুয়েল (২৮), ৩৬। শাহাদত (২৬), উভয় পিতা- হাসান আলী, সর্ব সাং- আকবর নগর (টলার ঘাট), থানা-সিরাজদীখান, জেলা- মুন্সিগঞ্জ ৩৭। জাহিদ (১৮), পিতা- শুক্কুর, ৩৮। সুজন (২৮), পিতা- কেওয়াজ আলী, ৩৯। কেওয়াজ আলী (৫৫), পিতা-মৃত আনছার আলী, ৪০। রাজীব (২০), পিতা- আয়নাল হক, ৪১। আলী হাসান (৩২), পিতা- মুনতাজ, ৪৩। হোসেন শহর আলী উরফে ভুট্টু
(৪০) পিতা- অজ্ঞাত, এছাড়া আরো ৫/৭ জনের নামে অজ্ঞত অভিযোগ দায়ের করেন।
এসময়, আহত রাতুলের মা মোসাঃ ববিতা বলেন,
আমাদের সামাজিক বিভিন্ন বিষয় নিয়া পূর্ব হইতে শত্রুতা চলিয়া আসিতেছে। তারা আমার ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি সহ বিভিন্ন ভাবে ক্ষয় ক্ষতি করার পায়তারা করিয়া আসিতেছিল। কিন্তু আজকে সকালে তারই জের ধরে আমার ছেলেকে তাদের কাছে থাকা রামদা, চাপাতি, লোহার রড, জিআই পাইপ, ঢেঁটা, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে ও আমার বাড়িতে হামলা চালিয়ে নগদ ৪,৫০০/-টাকা নিয়ে যায় ও আমার বসত বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান ২,৪০,০০০/- টাকা ক্ষতি সাধন করে।
এবং আমার স্বামীর আগাইয়া গেলে বিবাদীরা আমার স্বামীকে এলোপাথারী মারপিট করিয়া নীলাফুলা জখম করে। পরবীর্তে লোকজনের সহায়তায় আমার ছেলে রাতুল কে তর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নারায়নগঞ্জ নিয়া ভর্তি করি।
এবিষয়ে, ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রেজাউল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তার পরেই আমরা ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply