বর্তমান নিউজ.কমঃ
ফতুল্লা কায়েমপুর থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ শহীদুল্লাহ নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কায়েমপুর বটতলা গোডাউন মাঠের সামনে থেকে মৃত অহিদ মিয়ার পুত্র শহীদুল্লাকে গ্রেপ্তার করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত শহীদুল্লাহ ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ফাইজুলের আপন বোনের স্বামী।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আজিজ হাওলাদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. শহীদুল্লাকে (৫২) গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, এসআই হরবিলাস মন্ডল, এসআই ফরিদ আহমদ, এএসআই রবিউল আউয়াল সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে।
ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রাখা হয়েছে। এ সংক্রান্তে ফতুল্লা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
এবিষয়ে,ফতুল্লা থানা যুবলীগ সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, আমার কোন বোন জামাই নাই এবিষয়ে কিছু জানি না।
Leave a Reply