বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সটু বলন, ৭ই নভম্বর বিপ্লব ও সংহতি দিবস সিপাহী জনতার বিপ্লবর মাধ্যম ভারতীয় আধিপত্য থক মুক্ত করছিলা এদশর জনগন ও সনাবাহিনী।
এখনও বাংলাদশ ভারতর নিলনকশার মাধ্যম পরিচালিত হছ। এই ভারতীয় সরকার বাংলাদশর সার্বভমত্ব নিয় ছিনিমিনি খলছ।
এই ৭ই নভম্বর আমাদর শিক্ষাদয় আধিপত্যবাদ নিপাকযাক, শহীদ প্রসিডট জিয়াউর রহমানর গণত¿ পুনরুদ্ধার করা। আগামী ১০ ডিসম্বর ঢাকা বিভাগীয় সমাবশ লক্ষ লক্ষ মানুষর শ্লাগান একটাই থাকব বিপ্লব বিপ্লব গণবিপ্লব। সফল করার জন্য কাজ করি।
সামবার (৭ নভম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ মহানগর বিএনপির একাশংশর আলাচনা সভা পুলিশর বাধায় পন্ড হওয়ার পর বিক্ষাভ মিছিল শষ সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলন।
মহানগর বিএনপির সাবক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্ব ও সাবক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হাসনর সঞ্চালনায় বক্তব্য রাখন, মহানগর স্বছাসবক দলর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এসময় সভাপতিত্বর বক্তব্য ফখরুল ইসলাম মজনু বলন, ৭ই নভম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ আলাচনা সভার আয়াজন করছিলাম। সই জন্য আলী আহম্মদ চুনকা পাঠাগার ভাড়া করছি। কি আজক বলা ১১ টায় তারা আমাদর নিষধ কর দিয়ছ, এখান বিএনপির কান প্রাগ্রাম করা যাব না। পর আমরা চাষাড়া ফানক্লাব কর্মসূচি পালনর উদ্যাগ নিয়ছি। কি পুলিশ আমাদর সখান প্রবশ করত বাধা দিয়ছ। তাই এর প্রতিবাদ আমরা তাৎক্ষনিক বিক্ষাভ করি।
এ সময় আরও উপ¯িত ছিলা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবক সহ-সভাপতি হাজী নুরু উদ্দিন আহম্মদ, হাজী ফারুক হাসন, মনিরুজ্জামান মনির, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, সাবক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, সাবক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, মহানগর বিএনপি নতা মাহাম্মদ হাসন কাজল, সাফি, আনায়ার মাহমুদ বকুল, আবুল কালাম আজাদ, ফরিদ আহম্মদ,
মহানগর স্বছাসবক দলর সিনিয়র সহ-সভাপতি ফারুক চধুরী, যুগ্ম সম্পাদক রাজীব হাসন, রাজু আহম্মদ, সদর থানা স্বছাসবক দলর সদস্য সচিব জাকির হাসন, কায়ুম সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনর নতবদ।
Leave a Reply