বর্তমান নিউজ ডটকম
কর অঞ্চল-নারায়ণগঞ্জ আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদে কর ও তথ্য সেবা দিতে এক মাস ব্যাপি শুরু হয়েছে কর মেলা। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে তাদের নিজ কার্যলয় এই মেলা আয়োজন শুরু হয়।
মেলায় জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২২ (০১-৩০ নভেম্বর) এই মেলা শুরু হয়।
এসময় নারায়ণগঞ্জ “আয়কর তথ্য-সেবা” কেন্দ্রে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার অনিমেষ রায়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-২ জনাব মোঃ নাসেরুজ্জামন, পরিদর্শী রেঞ্জ-৩, কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী রেঞ্জ-৪, মিজ্ চাঁদ সুলতানা চৌধুরানী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক), নারায়ণগঞ্জের কর অঞ্চল- সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি ননী গোপাল দাস সহ অন্যান্য কর আইনজীবীবৃন্দ এবং করদাতাগণ।
কর কমিশনার মহোদয় সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২২ এ আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহে “আয়কর তথ্য-সেবা” কেন্দ্র স্থাপন করা হয়েছে।
Leave a Reply