বর্তমান নিউজ.কমঃ
বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জার্সি উন্মোচন করা হয়েছে।
৩০ অক্টোবর (রবিবার) সকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আমিনুল ইসলাম স্মৃতি সংসদ সৌজন্যে উক্ত টুর্নামেন্টের ১৬ দলের জার্সি উন্মোচন করা হয়।
আমাদের ছেলে ও মেয়েরা খুব ভালো খেলছে তারা সামনের দিনে যদি ভালো সুযোগ-সুবিধা পায় তাহলে আরো ভালো খেলবে। আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কাছে আহবান জানাবো তিনি যাতে নারায়ণগঞ্জের ছেলে ও মেয়েদের খেলার সুযোগ করে দেন। এই নারায়ণগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে অনেক বড় বড় খেলোয়া হয়েছেন জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জবাসী অনেকটাই অংশদার। নারায়ণগঞ্জে যে সকল সংগঠন আছে তারা যদি একসাথে চেষ্টা করে তাহলে অনেক ভালো কিছু হবে এই শহরে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষা অনুরাগী কাশেম হুমায়ুন।
বঙ্গসাথী ক্লাব ও অনুষ্ঠানের সভাপতি, আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা না থাকলে হয়তো আমি এতোধুর নিয়ে যেতে পারতাম না। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছি ও আমরা প্রতি বছরে ১৫০ ছেলেকে সুন্নাতে খাতনা করিয়ে থাকি এবং বিভিন্ন সময় সামাজিক কর্মকান্ড নিয়ে কাজ করে থাকি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন ও সহযোগিতা করবেন। আপনারা সবাই মানব সেবা করুন কারন মানব সেবার উপরে কিছু নেই। আমি আমার বাবার কাজে দেখেছি সুনেছি তার মত করেই আমি চলার চেষ্টা করছি। আমি ওয়ান ইলেভবেন এর সময় সবার আগে রাজপথে মিছিল করেছি যার নেতৃত্ব দিয়েছেন রুবেল তার পরে সে ৫/৬টা মামলা খেয়েছেন। তার পরেও সে আমাদের পাশে আছেন। আমরা কোন দলাদলি চাই না আমরা চাই খেলা যাতে সকলে মিলে ফুটবল খেলতে পাড়ি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, শেখ আসলাম, আমিনুর রহমান, জাকির হোসেন, গোলাম সারোয়ার শুভ, ফায়জুল ইসলাম রুবেল। এসময় সাফ নারী ফুটবল দল বাংলাদেশ চ্যাম্পিয়ন ২০২২ এর সহকারী মহিলা কোচ মাহমুদা আক্তার অনন্যা ও গোল রক্ষক কোচ আহম্মেদ আক্তার উজ্জ্বলকে সংবর্ধনা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
জার্সি উন্মোচনে টুর্নামেন্টের ১৬ দলের টিম ম্যানেজমেন্ট, কোচ সহ অনান্যরা জার্সি সহ বিভিন্ন ইকুইপমেন্ট গ্রহন করেন।
টুর্নামেন্টের ১৬ দল গুলো হলোঃ বঙ্গবীর সংসদ, ডি.এস.এস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিরাজুদ্দৌলা ক্লাব, মোনেম মুন্না স্মৃতি, ইসলাম বাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, বিদ্যানিকেতন হাই স্কুল, কাশিপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি, গোগনগর ফুটবল একাডেমি, মদনগঞ্জ ফুটবল একাডেমি, গাবতলী ফুটবল কোচিং।
Leave a Reply