বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড়ে মনির কার হাট ও খাদিজা কার হাটের উদ্বোধন করা হয়েছে
শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় দেলপাড়া পূর্ব ভূইগড়ে মনির কার হাট ও খাদিজা কার হাটের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনির কার হাটের স্বত্বাধিকারী মনির হোসেন খান,খাদিজা কার হাটের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবর,প্যারিস বার্গেত পরিচালক শফিকুল ইসলাম ফয়সাল,জেলা মাইক্রো ষ্ট্যান্ডের সভাপতি আমির হোসেন ডালিম,সাধারন সম্পাদক আবুল হাসেম রিংকু,যুগ্ম সাধারন সম্পাদক সামসুজ্জামান রকি,মিঠু প্রমুখ।
মনির হোসেন খান বলেন,আজ ২ টি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান করতে পারছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে।আপনারা দোয়া করবেন সততা ও নিষ্ঠার সহিত কাস্টমারের চাহিদা মোতাবেক গাড়ি সরবরাহ করতে পারি।
পরে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
Leave a Reply