নেত্রকোণা প্রতিনিধিঃ
আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নতুন আঙ্গিকে নেত্রকোনায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এলাহী নেওয়াজ ওসমানী প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে নেত্রকোণা জেলা সদর হাসপাতাল সড়কের কাটলী এলাকায় তিন তলা বিশিষ্ট নতুন এই বেসরকারি হাসপাতালের ফলক উন্মোচন করেন, বীর মুক্তিযোদ্ধা এলাহী নেওয়াজ ওসমানীর সহধর্মিণী মোছাঃ আয়শা আক্তার খাতুন।
হাসপাতাল ম্যানিজিং কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন খান মিলকীর সভাপতিত্বে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান খান মানিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-অপারেটিভ ব্যাংকের সাবেক পরিচালক মুজিবুর রহমান জজ, হাসপাতাল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান খান টিটন, কো চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রধান ব্যবস্থাপক মোঃ বজলুর রহমানসহ চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সকলের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply