নেত্রকোণা প্রতিনিধিঃ
এ্যাডভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাক-বাংলাদেশের আয়োজনে ও মেরী স্টোপস বাংলাদেশ সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে স্থানীয় পর্যায়ে সরকারী কর্মকর্তা ও অংশীজনদের সমন্বয়ে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করেন, নেত্রকোণা জেলা এ্যাডভোকেসি ওর্য়াকিং গ্রুপের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবির সভার সভাপতি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আব্দুল খালেক তালুকদার , বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সিরাক বাংলাদেশ থেকে সহকারী পরিচালক( প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ শফিউল্লাহ লিমন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
Leave a Reply