বর্তমান নিউজ.কমঃ
সকল জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। অবশেষে বিপুল ভোটের ব্যাবধানে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে জয়ী হয়েছেন সাদিয়া আফরিন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮ট থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। বেসরকারী ফলাফলে সংরক্ষিত নারী সদস্যের ১নং ওয়ার্ডে সাদিয়া আফরিন ‘বই’ প্রতীকে পেয়েছেন ১২৬ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী নাছরিনআক্তার ‘হরিণ’ প্রতীকে পেয়েছেন মাত্র ৪৮ ভোট।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ইভিএম’র মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি।
প্রসঙ্গত, ত্যাগী আওয়ামী লীগ নেতার সন্তান ও আওয়ামী লীগ পরিবারের পুত্রবধু সাদিয়া আফরিন। তার পিতা বক্তাবলী ইউনিয়ন পরিষদের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী এবং স্বামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। তিনি নিজেও নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
তাছাড়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিগত টার্মে সংরক্ষিত সদস্য হিসেবে ৫ বছর অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। যার ফলশ্রুতিতে এবার বিপুল ভোটের ব্যাবধানে জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হলেন সাদিয়া আফরিন।
Leave a Reply