সাখাওয়াত হোসেন খান একজন মিথ্যা বাদি- আবুল কালাম আশা
সাখাওয়াতের সাফল্য জাকির খানের জন্য – জিয়া
কর্মী সংকটে ভুখছেন সাখাওয়াত হোসেন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগর কমিটি দেওয়ার পর থেকেই চলছে নানা ধরনে গুনজন। মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারন সম্পাদক আবুয়াল ইউসুফ খান টিপু সহ ৪১সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে তার পর থেকে কমিটি থেকে পদত্যাগ করার হিড়িক পড়েছে এই কমিটিতে তার মধ্যে ১৫ জন্য পদত্যাগ করেন।
সাখাওয়াত হোসেন খান আলোচনায় আসেন নারায়ণগঞ্জ ৭খুনের ঘটনা দিয়ে তার পরেই সে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়ে। এবং সাবেক মহানগর বিএনপির কমিটিতে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু কালাম কে সভাপতি ও সাখায়াত হোসেন খানকে সহ-সভাপতি করা হয়।
সাখাওয়াত হোসেন খান সেটা মেনে না নিয়ে মহানগর বিএনপির আলাদা ব্যানারে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে। একসময় দেখা যায় কার কর্মী সংকট ভোগেন সাখাওয়াত হোসেন খান।
তার পরে সে আসতে আসতে জাকির খান এর আঁতাত করে তার বিশাল কর্মীবাহিনির সাথে মিলে যান সাখাওয়াত তাদের নিয়েই রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাকির খানের বিশাল বাহিনি হয়ে উঠে তার প্রধান হাতিয়ার।
১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষনা করা হয়, সভাপতি সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব, আবুয়াল ইউসুফ খান টিপুকে করায় কর্মীরা তাকে মেনে নিতে না পেরে নতুন কমিটি থেকে সবাই পদত্যাগ করছে। এবং সাখাওয়াত হোসেন কে ছেড়ে চলে গেছে জাকির খানের অনেক কর্মীরা। মহানগর বিএনপির সিনিয়র নেতারা এই কমিটি থেকে সরে যাওয়াতে কর্মীশূন্যতায় তা বুখছে মহানগর বিএনপির।
নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির এক বিশাল বটগাছ হলো জাকির খান যে বহুদিন দেশের বাহিরে থেকেও রাজপথ কাপিছেন তার বিশাল কর্মীবাহিনি দিয়ে ও কেন্দ্রীয় নেতা কর্মীর সাথে মিলে পরিচালনা করতো নারায়ণগঞ্জকে। জানা যায় তার পরামর্শই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি সভাপতি বানানো সাখাওয়াত হোসেন খানকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটির পদত্যাগ কারি যুগ্ম আহবায়ক, আবুল কাউসার আশা বলেন, সাবেক কমিটির তালিকা থেকে জাকির খানের নাম কেটে দিয়েছেন কালাম সাহেব এমন একটা মিথ্যা করা বলে সবাইকে ভুল বুজিয়ে জাকির খানের লোক জনের সাথে মিলে রাজনীতি করেন। কারন সাখাওয়াত হোসেন খানের নিজের কোন কর্মীনেই। সে চলে অন্যের কাদে হাত দিয়ে। এখন তো আর কালাম সাহেব বা জাকির খান নতুন কমিটিতে নেই এবার সে কি বলবে সবাইকে। তাদের সবাইকে ভুল বুজিয়ে সে মহানগর থেকে আলাদা করে ফেলেছেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, জিয়াউর রহমান জিয়া বলেন, জাকির খানে আশীর্বাদে সভাপতি সাখাওয়াত কথা সত্য। কারন সে রাজনীতি করতো জাকির খানের সব নেতাকর্মীদের নিয়েই। যদি আমরা তার পাশে না থাকতাম তাহলে সে পুরো একা। তার নিজের কোন কর্মীবাহিনি নেই। আজকে সফল সাখাওয়াত জাকির খানের জন্যই। যারা মন থেকে বিএনপি করে আমরা সব সময় তাদের পাশেই আছি।
এবিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আপনি এগুলা কি বলেন কেউ কি কারো আশীর্বাদে সভাপতি হতে পারে। এটা বলে ফোন টা কেটে দেন।
Leave a Reply