মোঃ বিল্লাল হোসেন (ঝিনাইগাতী,শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে আগুনে পুড়ে সিএনজি ভস্মীভূত হয়েছে। ১০ অক্টোবর সোমবার দুপুরে ঝিনাইগাতী – শেরপুর সড়কের তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়বাসীন্দারা জানান, সিএনজি চালক বায়োজিৎ দুপুর ২ টার দিকে শেরপুর খোয়ার পাড় থেকে যাত্রী ঝিনাইগাতীর উদ্দেশ্যে রওয়ানা হয়। আড়াই টার দিকে তেতুলতলা বাজারের কাছাকাছি পৌছালে যান্ত্রিক ত্রুটির কারনে ইঞ্জিনে আগুন ধরে যায়।
ওই সময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভষ্মীভূত হয় সিএনজিটি। খবর পেয়ে ঝিনাইগাতী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সিএনজির ইঞ্জিন ছাড়া পুরো সিএনজিটি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Leave a Reply