বর্তমান নিউজ ডটকম
আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাদ আছর নগরীর চাষাড়াস্থ সলিমুল্লহ রোডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী।
এসময় আহ্বায়ক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) শুধুমাত্র মুসলিম উম্মাহর জন্য নয় তিনি হচ্ছেন সারাবিশ্বের মানুষের জন্য রহমত স্বরুপ। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধু ওনার জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু তিনি ধর্মের জন্য যে কষ্ট, ত্যাগ স্বীকার করেছেন সেগুলো তেমন ভাবে আলোচনা করা হয় না। যার শরীরে বিন্দু পরিমান নবীর সুন্নতের চিহ্ন নেই অথচ নিজেদের আশেকে রসুল বলে দাবী করে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাআত এর বিরোধী।
সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন উপলক্ষে আগামী (৯অক্টোবর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সভা পরিচালনা করেন, সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমানের আরও উপস্থিত ছিলেন, দেওভোগ মাদ্রাসার মুহতামীম আবু তাহের জিহাদী, আমলাপাড়া মাদ্রাসার মুহতামীম আব্দুল কাদের, হারুন-অর-রশিদ, জামাল উদ্দিন দায়েমি, মুফতি আনিস আনসারী, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আবু সাঈদ হোসেনপুরী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ
Leave a Reply