বর্তমান নিউজ.কমঃ
স্মাইল-ফতুল্লা শাখার উদ্যোগে ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লার পিলকুনী নিমন্ত্রণ কনভেনশন সেন্টারের ৩য় তলায় বিকাল সাড়ে ৩টায় এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মাইল ফতুল্লা শাখার সভাপতি জিহাদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌস। অনুষ্ঠানের উদ্বোধন করেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্মাইল-ফতুল্লা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অলিউল্লাহ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর প্রতিষ্ঠাতা ফারাবি রহমান আলিফ। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন স্মাইল-ফতুল্লা শাখার সাধারণ সম্পাদক ফাহিম চৌধুরী।
আলোচনা সভা শেষে গুণীজনদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করা হয়- মুক্তিযোদ্ধা হিসেবে অলিউল্লাহ খান, সাংবাদিকতায় রণজিৎ মোদক, সাহিত্যে কামাল সিদ্দিকী ও সমাজসেবায় সেলিম মুন্সী সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আরো কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply