বর্তমান নিউজ.কমঃ
ফতুল্লার কাশিপুর ইউপির ৭নং ওয়ার্ড দেওভোগ বাশমুলি এলাকার মূর্তিমান আতঙ্ক রাজু বাহিনীর প্রধান রাজুর ভাই মাদক ব্যবসায়ী সাজু প্রধান ওরফে সাজু (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগস্থ বাশমুলি তিন রাস্তা মোড়ের কসাইয়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত সাজু প্রধান ওরফে সাজু ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ প্রধান বাড়ীর রিয়াজ প্রধানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম দেওভোগস্থ বাশমুলি তিন রাস্তা মোড়ের কসাইয়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামী সাজুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাজু প্রধানের বড়ভাই প্রায় দেড়ডজন মামলার আসামী রাজু প্রধান এখনও গ্রেফতার না হওয়ায় অনেকটা আতংতের মাঝে দিনানিপাত করছে বাশমুলিসহ আশপাশের বাসিন্দাগন। স্থানীয়দের দাবী যদি পুলিশী নজরদারী আরেকটু বাড়িয়ে দেয় তাহলে রাজু প্রধান তার পিতা রিয়াজ প্রধানসহ অন্যান্য আসামীদেরকেও দ্রুত গ্রেফতার করতে পারবে তারা।
Leave a Reply