বর্তমান নিউজ.কমঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগর নমপাড়া এলাকায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী মমতাজ বেগম (ছদ্মনাম)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পুরান গোগনগর নমপাড়া এলাকার মমিনের (ছদ্মনাম) কিশোরী কন্যা মমতাজ (১৩) এর সহিত পাশ্ববর্তী দক্ষিণ ক্রোকের চর এলাকার শাহ আলমের পুত্র অলিউল্লাহ (৫৫) এর সাথে বিয়ে ঠিক হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে আয়োজন চলে। স্থানীয় ইউপি মেম্বার ফিরোজ কাচারী খবর পেয়ে স্থানীয় বড় মাদবর আওয়ামী লীগ নেতা আলী নুর মোল্লকে নিয়ে কনের বাড়িতে গিয়ে কনের বাবা, মা ও আতœীয়স্বজনকে বুঝিয়ে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে অনুরোধ করলে মেয়ের স্বজনরা মেনে নেন।
এতে করে বাল্য বিয়ে হতে রক্ষা পেল কিশোরী মমতাজ বেগম। স্থানীয় জনপ্রতিনিধি ও মাদবরদের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় সাধুবাদ জানান এলাকাবাসী।
উল্লেখ্য, অলিউল্লাহ অর্থশালী হওয়ায় মেয়ের স্বজনদের প্রলোভন দেখিয়ে নাবালিকার সাথে বিয়ে ঠিক করে। এর আগেও অলিউল্লাহ বিয়ে করেছিল।
Leave a Reply