তৌফিক এলাহি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুরে বেতগাড়ী আর্দশ যুব সংঘ ক্লাবের শুভ উদ্বোধন শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে করা হয়।
“ঐক্য শৃঙ্খলা মানবতা শান্তি “এই শ্লোগান লালন করে বেতগাড়ী আর্দশ যুব সংঘের পথ চলা। বেতগাড়ী আর্দশ যুব সংঘ একটি অরাজনৈতিক মূলক সেচ্ছাসেবী সংগঠন। উক্ত ক্লাব বর্তমানে সমাজ বিপদগামী মানুষ ও গরীব অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছে রক্তদান ও খেলাধুলা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে করছে।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠা সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক মিন্টু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমরান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জরজিস হোসেন, ১৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ রায়হান আলী, বেতগাড়ী বটতোলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাখোয়াত খান সহ জাকারিয়া হোসেন ( সাবেক সভাপতি), রিফাত হোসেন(সাবেক সভাপতি), আরিফুল ইসলাম(ভারপ্রাপ্ত সভাপতি), সৈকত মন্ডল,সইফুল ইসলাম সুমন, রিয়াদ হাসান,আশরাফ আলী,শামিম খান,আসিফ হোসেন, সায়েদ আলী,হাসান আলী,আজিজুল হক, সাগর মন্ডল, আকাশ সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,বেতগাড়ী আর্দশ যুব সংঘ যেনো গড়ে ওঠে সমাজের আর্দশ সংগঠন। এ ক্লাব যেনো সকল মানুষের বিপদের পাশে থাকে ও সাহায্য করে।এলাকার উন্নয়ন মূলক কাজে অংশ নেয়।বিশেষ করে এলাকার মাদকে বিরুদ্ধে বিশেষ নজর দেয়।
উক্ত প্রোগ্রামের সঞ্চালনা করেন বেতগাড়ী আর্দশ যুব সংঘের সাধারণ সম্পাদক তানভির হোসেন রিফ।
Leave a Reply